অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক দিয়ে মারার ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড চাইলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার,০৫/০৬/২০২০
2116

কেরলে একটি অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এইরকম ঘটনা অতি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমরা নিজেদেরকে প্রকৃতিপ্রেমী ও অরন্যপ্রেমী হিসেবে দাবী করি। কিন্তু এইরকম কাজকর্ম মানুষের রুচিবোধের পরিচয় দেয় না বলে তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি তিনি বলেছেন অভিযুক্তদের মৃত্যুদণ্ডের শাস্তি দিলে আগামী দিনে কেউ এরকম কাজ করবে না বা এইরকম কাজ থেকে বিরত থাকবে। রাজীব বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান ওই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা যে আচরণ করছি তা পশুর থেকেও অধম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট