পশ্চিম মেদিনীপুর:-কেশপুরে বাজ পড়ে এক কলেজছাত্রের,বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ধলহরাগ্রামে ।স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা কলেজপড়ুয়া প্রলয় খামরুই তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকছড়ি গ্রামে তাদের তিল চাষের জমিতে তিল গাছ কাটতে গিয়েছিল । সে যখন তিল গাছ কাটছিল সেই সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় ।যার ফলে সে সাইকেল নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার উপরে উঠে। ঠিক সেই সময় তার উপর বাজ পড়ে। যার ফলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।
এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কলেজপড়ুয়া প্রলয়ের মৃত্যুর ঘটনায় কেশপুর থানার ধলহরা গ্রামে তার পরিবারে ওএলাকায় শোকের ছায়া নেমে আসে।