এবার খড়গপুর হাসপাতালে করোনার থাবা। হাসপাতালের কিচেন কর্মীর দেহে মিলল করোনা সংক্রমণ


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
709

পশ্চিম মেদিনীপুর:– এবার খড়গপুর হাসপাতালে করোনার থাবা। হাসপাতালের কিচেন কর্মীর দেহে মিলল করোনা সংক্রমণ। তা কে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে করোনা হাসপাতালে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে হাসপাতালে কিচেন। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, মে মাসের ২৩ তারিখ হাসপাতালের তিন কর্মীর লালারস পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। সোমবার রাতে রিপোর্ট আসে তিন কর্মীর। দুজনের দেহে করণা সংক্রমণ না মিললেও কিচেন কর্মীর দেহে মিলল করোনা সংক্রমণ।

জানা গিয়েছে, কিচেন বন্ধ রাখার ফলে হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বিকল্প ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ‘ক্লোজ কন্টাক্ট লিস্ট’ তৈরির প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় জেলায় মোট ১১ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এদের প্রত্যেককে স্থানান্তরিত করা হয়েছে মেচোগ্রামের করোনা হাসপাতালে। পাশাপাশি প্রতিটি জায়গায় ঘিরে ফেলা হচ্ছে পুলিশের তরফ থেকে। করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের কপালে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট