কবিতা : বৃষ্টি


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
2084

বৃষ্টি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

আবার এসেছে।
জ্যৈষ্ঠ সরিয়ে আষাঢ়।
গুরু গুরু গর্জে নিয়ে এলো বৃষ্টি।
ভেজা মেঠো মাটির গন্ধে
চাষী আজ নেমেছে চাষে আনন্দে।
খাল বিল ডোবা আজ করতান্
ব্যাঙেদের গানের আনন্দে।
ডাহুক ডাকে কুহু কুহু
বনে বাদাড়ে।
সবুজ আজ আনন্দে
বংশের বাতি প্রজ্বলিত হবে
বৃষ্টির ভেজা সুগন্ধে।
নব তৃনদল মাথা দুলিয়ে
এদিক সেদিক
এসেছে এসেছে হৃদয় জুড়িয়েছে
গায়ে গান নীরবে।
আবার এসেছে বৃষ্টি
আকাশ ছেয়ে।
ওগো তোমরা দেখো আজ
কচি ছেলে মেয়েদের খেলা
বৃষ্টি ভেজা বাতাসের গন্ধে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট