করোনা এবং আমফানের জেরে রাজ্যের সংখ্যাধিক্য মানুষের আজ কঠিন পরিস্থিতি। রুজিরুটি হারিয়ে আজ কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে দীনবন্ধু ট্রাস্ট। শনিবার নদীয়ার তাঁতিগাছি গ্রামের প্রায় শতাধিক পরিবারের হাতে এক মাসের রেশন তুলে দেওয়া হলো এই সংস্থার পক্ষ থেকে। সংস্থার প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী শৈবাল মিত্র শনিবার তাতিগাছি গ্রামের এইসব পরিবারের সদস্যদের হাতে এক মাসে রেশন তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও সরষের তেল। শৈবাল মিত্র বলেন লকডাউন শুরু হওয়ার পর থেকে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
পাশাপাশি আমফান ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ বন্টন করেছেন। মূলত শিক্ষাবিষয়ক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত দীনবন্ধু ট্রাস্ট। কিন্তু বর্তমানে যে করোনা আবহ এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তাঁরা।