পশ্চিম মেদিনীপুর:-জীবনের থেকে জীবিকার প্রশ্ন, উপার্জন করে টিকে থাকার প্রশ্ন সামনে আসায় দেশজুড়ে দ্রুততার সাথে করোনা মহামারী ভয়াল রূপ নেওয়ার সময়ই কেন্দ্র ও রাজ্য সাধারণ মানুষের রুটি রুজির স্বার্থে লকডাউনে থাকা দেশকে সচল করতে শুরু করেছে ‘আনলক ১’. রবিবার পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সদর উত্তর চক্র, পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে মূলত আদিবাসী অধূষ্যিত হাজার জনের বেশী মানুষের মাঝে জার্মানি থেকে প্রসিদ্ধ লাভ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ করা হয়।
সমিতির তরফে তন্ময় সিংহ জানান, রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে সারা রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,তারাও চক্র থেকে সহৃদয় শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহ যোগীতায় প্রায় ষাট হাজার টাকা ত্রান তহবিলে, রক্তদান শিবির সহ পাঁচশ পঞ্চাশ টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন,মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছেন। রবিবার এই হোমিওপ্যাথিক ওষুধও দেওয়া হলো মানুষের স্বার্থে। শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, যুব তৃনমুলের অতনু সিংহ, সঞ্জয় বিষই প্রমুখদের উপস্থিতিতে জঙ্গলমহলের শালবনীর সিদাডিহি, রাধামোহনপুর, ভূগলুশোল ও মহাশোল পশ্চিম গ্রামের মানুষদের পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এই হোমিওপ্যাথিক ওষুধ টি বিতরণ করেন গ্রামীণ চিকিৎসক ডাঃ তাপস আচার্য। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক নির্মল মান্ডি ও ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের তরফে অতনু সাঁতরা, কুনাল কান্তি শীট উপস্থিত ছিলেন।