গৃহবধুর মৃত্যু ঘিরে রহস্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলিমন্দা অঞ্চলের খামরা গ্রামে


রবিবার,৩১/০৫/২০২০
602

পশ্চিম মেদিনীপুর:- গৃহবধুর মৃত্যু ঘিরে রহস্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলিমন্দা অঞ্চলের খামরা গ্রামে।আত্মহত্যা নাকি খুন ধন্দে পুলিশ।প্রসঙ্গত, শ্বশুরবাড়িতে শনিবার রাতে বিষ খায় প্রতিমা মাইতি নামে এক গৃহবধূ। এরপর তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। মৃতার পরিবারের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালানো হচ্ছিল প্রতিমার ওপর। বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাবা গোপাল মাইতি।

জানা গিয়েছে মাস ৬ আগে খড়গপুর লোকাল থানা নরসিংহপুর গ্রামের প্রতিমার সাথে বিয়ে হয় রাজিব বেড়ার। জামাইষষ্ঠী কাটিয়ে আসার পর শনিবার রাতেই বিষ খায় প্রতিমা। দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট