ঘূর্ণিঝড় সংক্রান্ত বিজ্ঞপ্তি


বুধবার,২০/০৫/২০২০
1577

সুপার সাইক্লোন আমপানের গতিপথ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবার সম্ভাবনার কথা মাথায় রেখে বিদ্যুৎ দফতর পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।
1. রাজ্যের সর্বত্র 24×7 মেন্টেনেন্স এর কর্মীরা প্রস্তুত থাকবে।
2. বড় ও ছোট সিড়ি মজুত থাকবে।
3. কোভিড ও অন্যান্য হাসপাতালে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা।
4. সকল ডিভিশনেই ট্রান্সফর্মার ও ডিজেল সেটের ব্যবস্থা।
5. রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলার জন্য বিদ্যুৎ ভবনে 24ঘন্টা অফিসার ও কর্মীরা উপস্থিত থাকবেন।
6. ঘূর্ণিঝড় সংক্রান্ত বিপর্যয়ে সরাসরি বিদ্যুৎ মন্ত্রীর দপ্তর এর 24×7 হেল্পলাইন নম্বর হল 7449300840 ও 9433564184

– শোভনদেব চট্টোপাধ্যায়
বিদ্যুৎমন্ত্রী, পঃ বঃ সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট