একদিকে করোনা ভাইরাসের জেরে আতঙ্কে মানুষের রাতের ঘুম চলে গিয়েছে। এবার আমফানের জেরে গঙ্গায় জলোচ্ছ্বাস এবং যার জেরে গঙ্গার ভাঙনের আশঙ্কা করছেন গ্রামবাসীর।
বুধবার বেলা বাড়ার পর থেকেই গঙ্গায় প্রচন্ড জলোচ্ছ্বাস শুরু হয়েছে। জলের উথাল-পাথাল এ টলোমলো নৌকো। জলের ওই জলোচ্ছ্বাস ধারে এসে ধাক্কা মারছে আর তার ফলে গঙ্গার ভাঙ্গন আরও ত্বরান্বিত হবে বলেই আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। কল্যানী ব্লকের চাঁদুড়িয়া দু নম্বর জিপির সান্যালচর এমনিতেই ভাঙ্গন কবলিত। ইতিমধ্যেই ওই গ্রামের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। শিবতলা ঘাটে যে জলোচ্ছ্বাস চলছে তাতে করে আবারো সান্যাল চর ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে গ্রামবাসীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।যে কোন সময়ে গঙ্গার ভাঙ্গন শুরু হতে পারে আতঙ্কে সান্যালচরে মালোপাড়া ও শিবতলা ঘাট এলাকার বাসিন্দারা।