ভারত সেবাশ্রম সংঘের নারী বাহিনীর হেঁসেল


সোমবার,১৮/০৫/২০২০
1144

ভারত সেবাশ্রম সংঘের সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার মহিলারা কোমর বেঁধে নামলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। প্রতিদিন কয়েক হাজার মানুষের জন্য রান্না এবং সেই রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন শহরের বিভিন্ন বস্তি এলাকায়।ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবং সংঘের সহযোগিতায় কলকাতার বাইপাস সংলগ্ন মাদুরদহ শীতলা মন্দির এলাকায় এলাকার মহিলারাই প্রতিদিন রান্না করছেন পাঁচ হাজার মানুষের ভাত, তরকারি, ডাল সহ নানা রকমারি পদ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় থেকে চাল, ডাল, আলু সহ নানা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে শীতলা মন্দির এলাকায়।

এভাবেই বাইপাসের ধারে বিস্তীর্ণ এলাকায় রান্না করা খাবার বিতরণের কাজ চলছে দেড় মাসের বেশি সময় ধরে। মাদুরদহ ব্রিজ,আইএফবি শ্রমিক পল্লী,রাম মন্দির,পশ্চিম চৌবাগা, জোড়া পাম্প, মাঝিপাড়া খালপাড়,বিজয় নগর কলোনি সহ বিভিন্ন এলাকায় মহিলারায় এই খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট