পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো ইস্যুতে আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। গত কয়েকদিন ধরেই এই ইস্যুতে অধীর চৌধুরী সরব। শনিবার তিনি বলেন, রাষ্ট্রের পরিকল্পনাহীনতায় কোরোনার থেকে বেশি মানুষ অনাহারে, হতাশায়, ঘরে ফেরার পথেই মারা যাচ্ছে,
রাষ্ট্রযন্ত্র পুরোপুরি ব্যর্থ তার নাগরিকদের ঘরে ফেরাতে। যে মানুষদের ঘামে এই লক্ষ লক্ষ টাকার আয়, তাদের থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে সরকার।
বাংলার মুখ্যমন্ত্রী, আপনি রেল আটকে মানুষের ঘরে ফেরা আটকাতে পারছেন না, তারা বিভিন্ন পথে পায়ে হেঁটে ঢুকছে, তাদের আপনি চিহ্নিত করতে পারবেন না, তাতে রাজ্যে কোরোনার প্রকোপ বাড়বে, তার চেয়ে সোজা পথে তাদের রেলে ফিরিয়ে আনুন, আপনার ফস্কা গেরোর চক্করে পরিযায়ী রাও মরবে আর বাংলার মানুষের সংক্রমণও আটকানো যাবে না।
ঘুম ভাঙুক আপনার, নইলে আপনার ঘুমের মধ্যেই বাংলার সর্বনাশ হয়ে যাবে