পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে আর কত নাটক করবেন, আর কত খেলা করবেন ? – রাহুল সিনহা


রবিবার,১৭/০৫/২০২০
893

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে আর কত নাটক করবেন, আর কত খেলা করবেন? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন রেল যখন 85% টাকা দিচ্ছে তখন কেন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ক্ষেত্রে কোনো উদ্যোগী ভূমিকা নিচ্ছে না। রাজ্যের মাত্র 15% টাকা দেওয়ার কথা। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বলছেন পুরো টাকা দেব। রাজ্য যেখানে কেন্দ্রের কাছে টাকার জন্য তীর্থের কাকের মত চেয়ে আছি, রাজ্যের ভাড়ার শূন্য বলে দাবি করছেন তখন পরিযায়ী শ্রমিকদের খরচ বহন নিয়ে কেন এই রাজনীতি, প্রশ্ন এই বিজেপি নেতার।

রাহুল সিনহা আরো বলেন রাহুল সিনহা আরো বলেন, রাজ্যের টাকা শুধু গাজোয়ারি করার জন্য? চমক দেওয়ার জন্য? পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য যেভাবে নিজেদের উদ্যোগে আসছেন তার ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। রাজ্য সরকার এই খামখেয়ালি পড়তে থাকলে এ ধরনের দুর্ঘটনা বাড়বে বলেই মত তার। রাহুল বাবু দাবি করেন এক সপ্তাহের মধ্যে এক হাজার ট্রেনের দাবি করুক রাজ্য সরকার। যে ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে থাকা পরিযায়ীদের বাংলায় ফিরিয়ে আনা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট