কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব


শুক্রবার,১৫/০৫/২০২০
834

সিপিএমের শ্রমিক সংগঠন সি আই টি ইউর রাজ্য শাখার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে। মামকারীদের আইনজীবী শামীম আহমেদ জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ সত্ত্বেও বিভিন্ন বেসরকারী সংস্থা লকডাউনের জন্য কর্মী ছাঁটাই ও বেতন কাটছে।তাদের দাবি, বন্ধ থাকা শিল্পের সব ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরাতে হবে ও বেতন দিতে দেওয়ার দাবিতে তারা মামলা করেছেন।

এছাড়াও তাদের দাবি, রাজ্যের প্রায় আড়াই লাখ পরিযায়ী শ্রমিকদের বিনা খরচে ফেরত আনার ও তাদের খাবার ব্যবস্থা করা। সঙ্গে রাজ্য সরকার থেকে এদের রেশনের ব্যবস্থা করার দাবিও করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট