কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের আদালতগুলো বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। তার মেয়াদ বাড়ল আগামী ৩১ মে পর্যন্ত। এ ক’দিন হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শোনার জন্য আদালত বসবে। মামলার শুনানি হবে অনলাইনে।
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের নির্দেশে, হাইকোর্টের তরফে রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানান।
কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের আদালতগুলো বন্ধ রাখার যে সিদ্ধান্ত, মেয়াদ বাড়ল আগামী ৩১ মে
বৃহস্পতিবার,১৪/০৫/২০২০
882