প্রচুর তাজা বোমা সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার, নিষ্ক্রিয় করা হলো বোমা


বৃহস্পতিবার,১৪/০৫/২০২০
993

বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নোয়াপাড়ার বদর এলাকার ঘটনা। একটি ফাঁকা মাঠে বোমা বানাতে গিয়ে গ্রামবাসীদের হাতে পাকড়াও হয় ৩ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর তাজা বোমা। বৃহস্পতিবার দুপুরে ফাঁকা মাঠের একটি গাছ তলায় বোমা বাঁধছিল ৩ দুষ্কৃতী। স্থানীয় গ্রামবাসীদের নজরে আসলে তাদের হাতে ব্যাগ দেখে সন্দেহ হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসী দেখতে পায় প্যাকেটের মধ্যে বোমা মজুদ করা রয়েছে। দুষ্কৃতীরা প্যাকেট বন্দি বোমা নিয়ে পালাতে শুরু করলে। স্থানীয় বাসিন্দারা হাতেনাতে পাকড়াও করে ফেলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা সহ বোমার মশলা।

এই তিন দুষ্কৃতীর বাড়ি হাড়োয়া থানার আমতা-খাটরা গ্রামে। দুষ্কৃতীদের দাবি স্থানীয় এক জনপ্রতিনিধি তাদের ভাড়া করে এনেছিল। এর ঘটনার পিছনে গোষ্ঠী সংঘর্ষ না এলাকায় অশান্তি, আতঙ্ক ও সন্ত্রাস তৈরী করা, তদন্তে হাসনাবাদ থানার পুলিশ। এলাকায় অশান্তি তৈরির জন‍্যই এই বোমা মজুত হচ্ছিল, এমনটাই দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। যদি তাদের নজরে না আসতো বড় ঘটনা ঘটতে পারত হাসনাবাদের নোয়াপাড়া এলাকায়। তিন দুষ্কৃতীকে মাঠের মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দিলে হাসনাবাদ থানার পুলিশ এসে প্রচুর বোমাসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বোমা গুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট