কলকাতার বুকে হোম ডেলিভারি নিয়ে জালিয়াতি, তদন্তে পুলিশ


বুধবার,১৩/০৫/২০২০
672

কলকাতা : পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ থেকে হোম ডেলিভারির নাম করে জালিয়াতি। এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা তুলে নিল ৩২ হাজার টাকা। এই বিষয়ে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সুত্রে খবর এক ব্যক্তি অভিযোগকারীকে ফোন করে নিজেকে পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তরাঁর ম্যানেজার বলে পরিচয় দেয়। বলা হয় রেস্তরাঁর তরফ থেকে হোম ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। এখন দশ টাকা দিয়ে বুক করলে পরের দিন খাবারের অর্ডার দেওয়া যাবে। বাড়িতে পৌঁছে যাবে খাবার। নেতাজি নগরের ওই বাসিন্দা রাজি হলে তাঁর মোবাইলে ওই ব্যক্তি একটি লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে ক্লিক করা মাত্র দুই হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে চলে যায়।
তিনি ওই ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানালে সে জানায়, ভুল হয়ে গিয়েছে।

টাকা ফেরত দেওয়ার নাম করে অন্য একটি লিঙ্ক তাঁকে পাঠানো হয়। ওই লিঙ্কে ক্লিক করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৩২ হাজার টাকা। এর পরই তিনি নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের ধারণা, এর পিছনে রয়েছে জামতাড়ার গ্যাং। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট