করোনা পরিস্থিতির প্রেক্ষিতে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


মঙ্গলবার,১২/০৫/২০২০
899

করোনা পরিস্থিতির প্রেক্ষিতে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যা দেশের জিডিপির প্রায় 10 শতাংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত নামে এই প্রকল্পের আওতায় প্রান্তিক চাষী থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই সরাসরি উপকৃত হবেন। করোনা রুখতে লকডাউন চালিয়ে যাওয়া হবে। তবে চতুর্থ দফার লকডাউন আগের তিন দফার থেকে অনেক আলাদা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মহামারীর মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে একই ভাবে চালিয়ে যাওয়া যায় এই পর্বের লকডাউন এর পরিকল্পনা সে কথা মাথায় রেখেই করা হবে। রাজ্য গুলির পরামর্শ অনুযায়ী এই পর্বের লক ডাউন এর গাইডলাইন প্রকাশ করা হবে 18 তারিখের আগেই। জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,”একটা ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে। প্রায় পৌনে তিন লক্ষ মানুষ গোটা বিশ্বে মৃত। কিন্তু ২১ শতক ভারতের শতক বানাতে হবে। আত্মনির্ভর ভারত বানাতে হবে। এই আত্ম নির্ভরতা ৫টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। প্রথম স্তম্ভ: অর্থনীতি, দ্বিতীয় স্তম্ভ: পরিকাঠামো, তৃতীয় স্তম্ভ: সিস্টেম, চতুর্থ স্তম্ভ: ডেমোগ্রাফি আর পঞ্চম স্তম্ভ: চাহিদা। আমাদের দেশের যে বিপুল চাহিদা, তা স্থির রাখতে আ,আদের সাপ্লাই চেনকে আরও শক্তিশালী করতে হবে।”নিশ্চিতভাবেই মানুষের জন্যে এই পরিস্থিতি অভূতপূর্ব। কিন্তু ভেঙে পড়লে চলবে না। মানুষকে তা মানায় না। সতর্ক থাকতে হবে। সমস্ত নিয়ম মেনে আমাদের এবার বাঁচতে হবে। এগোতেও হবে। আমাদের সংকল্প মজবুত করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আগে থেকেই শুনছি এই শতাব্দী আমাদের দেশ ভারতের। এই শতাব্দী আমাদের হবে, এটা স্বপ্ন নয়, আমাদের দায়িত্বও হবে। বিশ্বের আজকের পরিস্থিতি আমাদের বোঝাচ্ছে, আত্মনির্ভর ভারত হতে হবে।’ শাস্ত্রতেও বলেছে, আত্মনির্ভরতার কথা। একটা দেশ হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। করোনা সংকট শুরুর সময় একটাও পিপিই ছিল না। N95 মাস্ক তৈরি হত না তেমন, এখন লাখ-লাখ তৈরি হচ্ছে। আত্মনির্ভর ভারতের এটাই সংকেত। আশার দিক দেখাচ্ছে।’

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট