পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠালো এস এফ আই সহ চারটি বাম ছাত্র সংগঠন। এই সময়ে শিক্ষাক্ষেত্রের কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যা ও বিকল্প প্রস্তাব দিয়ে।
লকডাউন ওঠার একমাসের মধ্যে সেমিস্টার নেওয়ার ব্যাপারে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী সকলের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়গতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। উপর থেকে চাপিয়ে দিলে ছাত্রদের সর্বনাশ হবে। লেখাপড়া কীভাবে হবে তা নিয়ে বিকল্প প্রস্তাব আছে।
লকডাউনে তো বটেই, পরবর্তীতেও অনলাইন শিক্ষা, পরীক্ষা বা মূল্যায়নকে বাধ্যতামূলক করা যাবে না, করলে দরিদ্র ছাত্রদের ব্যাপক অসুবিধা হবে।
লকডাউনে আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখে সেমিস্টার ফি মকুব করা দরকার। স্কুল-কলেজ দু’ক্ষেত্রেই ফি কম নেওয়া অত্যন্ত জরুরি। স্কলারশিপ-ফেলোশিপ নিয়মিত প্রদান করা দরকার।
ভিনরাজ্যে আটকে থাকা এরাজ্যের ছাত্রদের ফেরানো জরুরি। একইসাথে, এরাজ্যে আটকে থাকা অন্য রাজ্যের ছাত্রদেরও নিজগৃহে ফেরানো জরুরি। হেল্পলাইন নম্বর চালু হোক।
আরো কিছু বিষয় নিয়ে আমাদের বক্তব্য রয়েছে। ছাত্র সংগঠনগুলির মতামত সরকার ও কর্তৃপক্ষকে শুনতে হবে, একতরফা সিদ্ধান্ত নেওয়া চলবে না