হোটেল ম্যানেজমেন্ট কোর্স এ ভর্তি হউন এবং নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরী করুন 


রবিবার,১০/০৫/২০২০
590

কলকাতা  : কলকাতা তে অনেক ধরণের প্রফেশনাল কোর্স এ পড়াশুনা করবার সুযোগ সুবিধা আছে কিন্তু তার মধ্যে একটি উল্লেখযোগ্য কোর্স হলো হোটেল ম্যানেজমেন্ট।  হোটেল ম্যানেজমেন্ট এমন একটি কোর্স যা অতি দ্রুত একটা নিশ্চিত ভবিষ্যৎ এর দিশা দেখাতে পারে একটি ছাত্র কে।  অন্যান্য কোর্স গ্রাজুয়েট মাস্টার ডিগ্রী না করলে বড়  কোনো লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন হয়ে যাই।  অনেক ক্ষেত্রে অনেক ডিগ্রী নিয়েও অনেক এ ভালো জায়গায় পৌঁছাতে পারেনা কারণ হলো যোগ্য ক্যারিয়ার কউন্সেলিং এর অভাবে।  সেখানেই অনেক বছর ধরে অবিরাম কাজ করে চলেছে বারাসাত এর  ভিশন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি নাম এর এই শিক্ষা প্রতিষ্ঠান টি।   

এখানে  হোটেল ম্যানেজমেন্ট এর বিভিন্ন কোর্স পড়ানো হয়  । অতি সাধারণ মেধার ছাত্র ছাত্রী হয়েও এই ইন্ডাস্ট্রি তে খুব সাফল্য পাওয়া যাই কারণ এখানে উন্নতি করবার অনেক সুযোগ আছে। শিক্ষা এবং  কর্ম সংস্থান কে সর্বস্তরে পৌঁছে দেবার কথা মাথায় রেখে এখানে নূন্যতম খরচে উন্নত মানের প্রশিক্ষণ এবং শিক্ষা দেওয়া হয়ে থাকে বলে জানান “ভিশন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি” কর্তৃপক্ষ ।

8017379747 নম্বরে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট