গ্রিনজোন ঝাড়গ্রামে বাস চলবে, তবে দ্বিগুন ভাড়ায়


শনিবার,০৯/০৫/২০২০
647

ঝাড়গ্রাম :- তৃতীয় দফায় লকডাউন ঘোষণার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, ৫০ শতাংশ যাত্রী নিয়ে গ্রিন জোনে চালানো যাবে বাস। এরপরই গণ পরিবহনকে সচল করতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি বিধি মেনে বাস চালাতে প্রত্যেক যাত্রীকে মাস্ক ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব বিধিও। একইসঙ্গে বাসের যাত্রী সংখ্যাও বেঁধে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বাসে।

“গ্রিনজোন ঝাড়গ্রামে বাস চলবে, তবে দ্বিগুন ভাড়ায়। বাস সংগঠন “গুলির দাবি মেনে ভাড়া বৃদ্ধির বিষয়টি অনুমােদন দিয়েছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশিকায় ছােট বাসে ২০ জন অথবা বড় বাসে ৫০ শতাংশ যাত্রী তােলার কথা বলা হয়েছে। ঝাড়গ্রাম | জেলা গ্রিন জোনে থাকলেও এতদিন ভাড়ার টানাপােড়েনে বাস চালায়নি মালিক পক্ষ। ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স অ্যাসােসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপকুমার পাল বলেন, আগামী সােমবার থেকে বেসরকারি বাস চালানাে শুরু হবে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট