কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডকে ভেঙে দেওয়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এই বোর্ডকে বেআইনি বোর্ড বলে আখ্যায়িত করেন তিনি। ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এদিন সোমেন মিত্র প্রশ্ন তোলেনঃ
১) একজন ব্যক্তির পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কি করে তাকেই করর্পোরেশনের নবগঠিত প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে পারে? আমরা কি ধরে নেব যে, শাসক দল নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য এই কাজ করলো?
২) প্রশাসক হিসেবে একজন সরকারি আধিকারিক নিযুক্ত করার পরম্পরা থেকে রাজ্য সরকার কী কারণে সরে এলো?
৩)কী করে একজন বিদায়ী মেয়র নবগঠিত বোর্ডের প্রশাসক নিযুক্ত হতে পারে?
৪) রাজ্যপালকে জানিয়ে তার দ্বারাই প্রশাসক নিযুক্ত করা উচিত ছিল।প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারা নিয়োগ করা আসলে আইনের সীমা লঙ্ঘন করা।
৫)মেয়াদ উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের উপর আইন ভেঙে ওই একই কার্যভার কী করে অর্পণ করা হলো?
৬) আমাদের দাবি- অবিলম্বে এই বেআইনি কলকাতা করপোরেশন বোর্ড ভেঙে আইনানুগ পথে একজন সরকারি আধিকারিক কে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হোক এবং রাজ্যের সকল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠন করা হোক।
Tata Salt 1 Kg, Free Flowing and Iodised Namak, Vacuum Evaporated, Salt in Fresh
₹24.00 (as of শুক্রবার,১০/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More info)Tata Sampann Unpolished Toor Dal/Arhar Dal, 1kg
₹211.00 (as of শুক্রবার,১০/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More info)Comfort After Wash Morning Fresh Fabric Conditioner Pouch, 2 ltr, Liquid
₹375.00 (as of শুক্রবার,১০/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More info)Amazon Brand - Vedaka Cumin (Safed Zeera) whole, 100 g
Now retrieving the price.
(as of শুক্রবার,১০/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More info)