করোনা সংক্রমণে রেড জোনের আওতায় মহানগরী কলকাতা। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আবহের মধ্যেই কলকাতা কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায়। তড়িঘড়ি রাজ্য সরকার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে মাথায় রেখে প্রশাসক বোর্ড গঠন করে। প্রশাসক বোর্ডে স্থান পায় মেয়র পারিষদরা। এই নয়া প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো এদিন।
কলকাতা কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে এদিনের বৈঠকের পর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান করোনার জন্য স্পেশাল টিম তৈরি করা হবে। যেখানে প্রতিদিন যে এলাকাগুলো করোনা এফেক্টটেড সেইসব এলাকাগুলোতে কাজ বিশেষ নজরদারি করবে এই কমিটি। কতটা কাজ করা হচ্ছে সেই লিস্ট করা হবে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটরে যারা মেম্বার তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের একটি করে কাজের দায়িত্ব দেওয়া থাকবে। যা আগেও হয়ে এসেছে, জানালেন ফিরহাদ হাকিম।