৬ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে সিপিএমের কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি


সোমবার,০৪/০৫/২০২০
790

ছ’হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষ্ণগঞ্জের সিপিএম নেতৃত্ব। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। এই এলাকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। করোনা ভাইরাস প্রতিহত করতে লকডাউন চলছে। আর এই লকডাউনের ফলে এলাকার সংখ্যাধিক্য মানুষ তাদের রুজিরুটি হারিয়েছেন। এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। সাধারণ মানুষের এই দুর্দশার কথা মাথায় রেখে সিপিএমের কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি ওই এলাকার মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

সিপিএমের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এই অতিমারি পরিস্থিতিতে যেন কেউ রাজনীতি না করেন। ত্রাণবন্টন নিয়ে রাজনীতি একেবারেই সঠিক কাজ নয়। দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট