জবাবী চিঠিতে রাজ্যপালকে গণতন্ত্রের পাঠ শেখালেন মমতা


শনিবার,০২/০৫/২০২০
841

সরকারকে ব্যতিব্যস্ত করছেন রাজ্যপাল। রাজ্যপালের চিঠির জবাবে মুখ্যমন্ত্রীর চিঠির জবাব। মুখ্যমন্ত্রী এই জবাবী চিঠিতে এমনই লিখলেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ্যপাল তাঁর চিঠিতে যে ভাষা প্রয়োগ করেছেন তা গণতন্ত্রের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভারতের অন্য কোন রাজ্যের কোন রাজ্যপাল এই ভাষায় মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন না বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল যেভাবে একের পর এক মন্তব্য করছেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে তার নজিরবিহীন। এমনটা প্রত্যাশিত নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে আরও উল্লেখ করেছেন রাজ্যপাল কোন পরামর্শ দিতে চাইলে তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বলতে পারেন। কিন্তু বারবার তিনি প্রকাশ্যে যা বলছেন তা কাম্য নয়। রাজ্যপালের এইভাবে প্রকাশ্যে মুখ খোলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে জবাবী চিঠিতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট