আগামী তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানাল বাম এবং কংগ্রেস পরিষদীয় দল। এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন তারা। বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক আর্থিক সংকট মারাত্মক জায়গায় পৌঁছেছে। সাধারণ মানুষের খাওয়ার পয়সা নেই, পকেটে পয়সা নেই। এই অবস্থায় কোন পরিবারের পক্ষে ৮০০ বা ১০০০ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার মতো সামর্থ্য নেই।
যখন লকডাউন চলছে এবং সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়েছে তখন অবশ্যই রাজ্য সরকারের আগামী তিন মাস বিদ্যুৎ বিল মুকুব করা উচিত।
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। তিনি বলেন করোনার জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা সামান্যই। এখনো পর্যন্ত এই করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার মানুষের জন্য একটা কাজও করেনি বলে অভিযোগ তোলেন তিনি।