ঝরা পাতা
এসকেএইচ সৌরভ হালদার

ফাগুনের বাতাস বইল ,
সে যে কোকিলের ডাক শোনালো।
কোন একদিন বিকাল বেলা
পোস্ট অফিস থেকে ,
এক উড়ো চিঠি এলো।

সে কে যান ?
কুড়ি আর কুড়িতে,
শৈশব যেখানে আটকে থাকে
সেখানকার এক বন্ধু ।
চিঠিতে লেখা ছিল
সেই প্রথম দেখা, প্রথম কথাবলা
আর মধ্য দিনগুলো কাটিয়ে
লেখা ছিল শেষ দিনগুলো নিয়ে
একটি শব্দ ঝরা পাতা।

কিছু শব্দ কিছু কথা
প্রত্যেকের কাছে হয়ে থাকে লেখা ।
সে এক মনের এক কোনে,
তেমনি আমারও জীবনে
লেখা ছিল সেই ঝরাপাতা।
হয়তো সেটা ঝরাপাতা
কিন্তু নামটা দিয়েছিল
গহীন অরণ্যে লতানো
ফাল্গুনের কোকিলের ডাকা
সেই গাছটি।

কোকিল ডাকে ক্লান্ত হয়ে
উড়ে যাওয়ার পথে
পড়িল এক ঝরাপাতা ,
সেইখান থেকে আমি তাহার নাম দিলাম
ঝরা পাতা।
কখনো ভিক্টোরিয়া পার্কে ,
আবার কখনও পাহাড়ের গজানো
সেই একটি বৃক্ষের নিচে
বসে আছি আমি আর ঝরা পাতা।
এ ছিল আমার
দৈনন্দিন জীবনের কল্পনা ,
কখনো ভাবি নি
এটা হবে বাস্তবতা।

তাই কোন এক বিকালে
অজানা নামে পেলাম এক উড়ো চিঠি
লেখা টা এতটাই পরিষ্কার ছিল,
তা আর বুঝতে বাকি রইলোনা
সে এক জীবনের অতিথী
ঝরাপাতা।

 

admin

Share
Published by
admin

Recent Posts

ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন দোহাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…

5 days ago

ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন

আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…

5 days ago

তারা আর কোনো চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে না

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…

5 days ago

গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…

5 days ago

‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি :সুকান্ত

রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…

5 days ago

বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে নিবন্ধিকৃত হতে হবে

সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…

5 days ago