কবিতা :: ঝরা পাতা


বুধবার,২৯/০৪/২০২০
2812

ঝরা পাতা
এসকেএইচ সৌরভ হালদার

ফাগুনের বাতাস বইল ,
সে যে কোকিলের ডাক শোনালো।
কোন একদিন বিকাল বেলা
পোস্ট অফিস থেকে ,
এক উড়ো চিঠি এলো।

সে কে যান ?
কুড়ি আর কুড়িতে,
শৈশব যেখানে আটকে থাকে
সেখানকার এক বন্ধু ।
চিঠিতে লেখা ছিল
সেই প্রথম দেখা, প্রথম কথাবলা
আর মধ্য দিনগুলো কাটিয়ে
লেখা ছিল শেষ দিনগুলো নিয়ে
একটি শব্দ ঝরা পাতা।

কিছু শব্দ কিছু কথা
প্রত্যেকের কাছে হয়ে থাকে লেখা ।
সে এক মনের এক কোনে,
তেমনি আমারও জীবনে
লেখা ছিল সেই ঝরাপাতা।
হয়তো সেটা ঝরাপাতা
কিন্তু নামটা দিয়েছিল
গহীন অরণ্যে লতানো
ফাল্গুনের কোকিলের ডাকা
সেই গাছটি।

কোকিল ডাকে ক্লান্ত হয়ে
উড়ে যাওয়ার পথে
পড়িল এক ঝরাপাতা ,
সেইখান থেকে আমি তাহার নাম দিলাম
ঝরা পাতা।
কখনো ভিক্টোরিয়া পার্কে ,
আবার কখনও পাহাড়ের গজানো
সেই একটি বৃক্ষের নিচে
বসে আছি আমি আর ঝরা পাতা।
এ ছিল আমার
দৈনন্দিন জীবনের কল্পনা ,
কখনো ভাবি নি
এটা হবে বাস্তবতা।

তাই কোন এক বিকালে
অজানা নামে পেলাম এক উড়ো চিঠি
লেখা টা এতটাই পরিষ্কার ছিল,
তা আর বুঝতে বাকি রইলোনা
সে এক জীবনের অতিথী
ঝরাপাতা।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট