লকডাউনের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভবঘুরেরা। এই কঠিন পরিস্থিতিতে তাদের কোনদিন খাওয়া জুটছে আবার কোনদিন না খেয়েই কাটাতে হচ্ছে। মানসিক ভারসাম্যহীন এই মানুষগুলো সাধারনত দোকানে বাজারে চেয়েচিন্তে অন্ন সংস্থান করেন। লকডাউন এর জেরে দোকান বাজার বন্ধ। সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এই মানুষগুলোর কথা তাই এখন ভাবারও কেউ নেই। যখন না খেতে পেয়ে মানসিক ভারসাম্যহীন এইসব ভবঘুরেরা মরণাপন্ন তখন সাতগাছিয়া এলাকার ভবঘুরেদের অন্নসংস্থানের দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন বজ বজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বুচান ব্যানার্জি। তিনি বলেন, করোনা ভাইরাসের জেরে অতিমারির বিপর্যয় নেমে এসেছে বিশ্বে। সেই সময় এই মানুষগুলোকে তো বাঁচাতে হবে। রাজনীতি করতে নয়, মানুষগুলোকে বাঁচানোর তাগিদ নিয়েই তিনি লকডাউন চলা পর্যন্ত তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন।
শুধু ভবঘুরেদের জন্য খাওয়ার ব্যবস্থাই নয়, যেসব বৃদ্ধ-বৃদ্ধাদের দেখবার কেউ নেই তাদেরও খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। নিজের বাড়িতে রান্না করে সেই খাবার পৌঁছে দিয়ে মানবতার নজির রাখলেন এই তৃণমূল নেতা।