কলকাতার ৯৯ নম্বর ওয়ার্ডে বিজেপি ওবিসি মোর্চার তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


মঙ্গলবার,২৮/০৪/২০২০
939

লকডাউনের জেরে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারে দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। কাজ হারিয়ে দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। সরকারি সাহায্যও সবার ঘরে ঠিকমতো পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এইরকম এক কঠিন সময়ে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছেন বিজেপি ওবিসি মোর্চার সদস্যরা।

সংগঠনের সম্পাদিকা ইন্দিরা সাহার উদ্যোগে এই ওয়ার্ডের দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বেশ কয়েক পর্যায়ে। এই বিজেপি নেত্রী বলেন, করোনা ভাইরাসকে প্রতিহত করতে লকডাউন ছাড়া বিকল্প কোন উপায় নেই। সাধারণ মানুষকে সরকারের নির্দেশ মেনে চলতেই হবে। এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের চরম দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে এটা বাস্তব। সেই দুর্দশা কিভাবে দূর করা যায় তার জন্য ওবিসি মোর্চার তরফ থেকে সামান্য চেষ্টা করা হচ্ছে। আগামী দিনেও সাধারণ দরিদ্র মানুষের ঘরে তারা খাদ্য সামগ্রী পৌঁছে দেবে বলে জানান ইন্দিরা সাহা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট