জীবনযাপনের সঙ্গে সংগ্রাম কথাটির এক আত্মিক যোগাযোগ চিরকালীন| নোভেল করোনা ভাইরাসের এক অচেনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব| অর্থনীতি ও চিকিৎসা বিজ্ঞানে সমৃদ্ধশালী বিশ্বের তাবড় তাবড় ইউরোপীয় দেশগুলি দিশেহারা হয়ে পড়েছে| পৃথিবী জুড়ে চলছে মৃত্যু মিছিল| রাতের পর রাত জেগে শুধুমাত্র ভ্যাকসিন তৈরীর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের সব দেশের বিজ্ঞানীরা| ভ্যাকসিন যতোদিন না তৈরী হচ্ছে ততোদিন পর্যন্ত করোনা ঠেকাতে একমাত্র পথ লক ডাউন| অন্তত বিশেষজ্ঞদের মতামত এমনটাই| দীর্ঘদিনের এই লকডাউনে জঙ্গলমহলের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা দিনের পর দিন বিপন্ন হয়ে পড়ছে| জঙ্গল থেকে কাঠ , পাতা কুড়িয়ে দিনগুজরান করেন পডিহা, রাওতাড়া, পূর্ণাপানি, ঠাকুরপাড়া সহ জঙ্গলমহলের প্রায় দশ বারোটি গ্রামের বাসিন্দারা| লক ডাউনে জঙ্গল থেকে কাঠ, পাতা সংগ্রহ করার ছাড় রয়েছে কিন্তু বাজার – দোকান বন্ধে তা বিক্রি হবে কোথায় এই চিন্তায় মাথায় হাত পড়েছে গ্রামের বাসিন্দাদের| একদা মাওবাদীদের আখড়া হিসেবে পরিচিত এই গ্রামগুলিতে চলতো মাওবাদী শীর্ষনেতা কিষেনজী রাজ| লালগড় থানা এলাকার এই গ্রামগুলিতে রাতের অন্ধকার নামলে রক্তের নালা ভরে উঠতো| এটাই ছিল তৎকালীন জঙ্গলমহলের চিত্র| মাওবাদী দমনে তারপর থেকেই জঙ্গলমহলে গড়ে ওঠে সিআরপিএফ ক্যাম্প l
বর্তমানে লক ডাউন পরিস্থিতিতে জঙ্গলমহলে মোতায়েন থাকা সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ান বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে l শনিবার পূর্ণাপানি, জঙ্গলখাস, করমশোল এবং পাশের রাওতাড়া সহ ৮টি গ্রামে ৫০ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে মারণ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সাবান, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাস্ক, রুমাল বিতরণ করা হল দেড়হাজার মানুষকেl ব্যাটেলিয়ানের কমাডান্ট বজরঙ্গ লাল বলেন “এই জটিল পরিস্থিতিতে আমরা বাহিনীর পক্ষ থেকে সমস্ত গ্রামগুলিতে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করছি এবং লক ডাউন যতোদিন চলবে আমরা এই ধরনের দুঃস্থ মানুষদের গ্রামগুলিতে খাবার ও রেশন বিতরণ করে যাবো| আজ আমরা স্যানিটাইজ দ্রব্য বিতরণ করলাম” l