লকডাউনের জেরে বাংলার লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন। সেই সব মানুষদের মুখে অন্ন তুলে দিতে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু প্রকল্প ঘোষণা করেছিলেন। রাজ্যের সর্বত্রই যুব তৃনমূলের কর্মকর্তারা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে অভিষেকের সৈনিক হয়ে কাজ করছেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ও। একটি কমিউনিটি সেন্টারের মাধ্যমে কয়েক হাজার সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। রাতভর রান্না, তারপর সেই খাবার পার্সেল করে পাঠানো হচ্ছে বাড়িবাড়ি। বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু উৎসবের সূচনা করেছিলেন সাধারণ মানুষের মনস্কামনা পূর্ণ করতে। এই ক্রাইসিস সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃস্থ দরিদ্রদের মুখে খাবার তুলে দিতে এই প্রকল্প সূচনা করেছেন।
পাশাপাশি সম্প্রীতির বন্ধনে সর্বধর্ম সমন্বয়ের ছবি ধরা পড়ল এই কর্মযজ্ঞে। সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ প্রার্থনাতে অংশ নেন স্বেচ্ছাসেবকরা।
বুচান বন্দোপাধ্যায়ের সঙ্গে এই কল্পতরু প্রকল্পে সমান সঙ্গত দেন বিধায়ক সওকত মোল্লা সহ অন্যান্য কর্মকর্তারা।