শবর গ্রামে খাবার বিতরণ করলো সিআরপিএফ ৫০ ব্যাটেলিয়ান


বৃহস্পতিবার,২৩/০৪/২০২০
1081

ঝাড়গ্রাম :- নোভেল করোনা ভাইরাসের জ্বেরে জর্জরিত পৃথিবী| দেশ জুড়ে চলছে লক ডাউন| দিনের পর দিন অচেনা আতঙ্ক গ্রাস করছে মানুষকে| ঝাড়গ্রাম জেলার লোধা শবর অধ্যুষিত পূর্ণাপানি গ্রামে প্রায় শ-দুয়েক পরিবারের বসবাস| সকলেই প্রায় জঙ্গল থেকে কাঠ, পাতা কুড়িয়ে পাঁচ কিলোমিটার দূরের লালগড় অথবা ভীমপুরে বিক্রি করে দিনগুজরান করেন| এই লক ডাউনের যাঁতা কলে পড়ে সেইসব মানুষদের অবস্থা এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি|’ পাশের রাওতাড়া , করমশোল, জঙ্গলখাস, লোধাবস্তি গ্রামগুলির চিত্রটা আরও ভয়াবহ| দিনের পর দিন ধুঁকছে নিরন্ন লোধা-শবর ও আদিবাসী সম্প্রদায়ের হাজার দুয়েক মানুষ| একদা মাওবাদীদের গড় হিসেবে পরিচিত ছিল লালগড় থানা এলাকার এই গ্রামগুলি| রাতের অন্ধকার ঘনিয়ে এলেই মাওবাদীদের দ্বারা দখল হয়ে যেতো গ্রামের পর গ্রাম| বন্দুকের নলের ভয়ে নানান অন্যয় দাবী মেনে নিতে বাধ্য হতেন গ্রামবাসীরা|

লক ডাউন পরিস্থিতিতে জঙ্গলমহলে মোতায়েন থাকা সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়ান বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে চলেছে দিনের পর দিন| বৃহস্পতিবার সেই একদা মাওবাদী অধ্যুষিত পূর্ণাপানি ও পাশের রাওতাড়া গ্রামে খিঁচুড়ি বিতরণ করলেন সিআরপিএফ জোওয়ানরা| ৫০ নম্বর ব্যাটেলিয়ানের কমাডান্ট বজরঙ্গ লাল বলেন “এই জটিল পরিস্থিতিতে আমরা বাহিনীর পক্ষ থেকে সমস্ত গ্রামগুলিতে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করেছি আগেই এবং লক ডাউন যতোদিন চলবে আমরা বিভিন্ন গ্রামগুলিতে খাবার ও রেশন বিতরণ করে যাবো|”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট