শিমুরালি চৌমাথা দুর্গা পুজো কমিটির ত্রাণ বণ্টনে সম্প্রীতির বন্ধন


বৃহস্পতিবার,২৩/০৪/২০২০
1074

দুর্গাপুজোয় এবার থাকবে না আড়ম্বরতা। পুজোর বাজেট কমিয়ে সেই টাকায় দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে বন্টন করা শুরু হল ত্রাণ। ত্রাণ বন্টনেও ছিল সম্প্রীতির বন্ধন। হিন্দু-মুসলমান নির্বিশেষে সব ধর্মের মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার নদীয়ার শিমুরালি চৌমাথায় দূর্গা পুজো কমিটি, রথযাত্রা কমিটি এবং বিবেকানন্দ যুবদলের পক্ষ থেকে বহু মানুষের মধ্যে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, সয়াবিন, মুড়ি। আয়োজকরা জানালেন প্রতি সপ্তাহেই দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে এইভাবে ত্রাণবন্টন চলবে।

করোনা মোকাবিলায় লকডাউন শুরু হওয়ায় কাজ হারিয়েছেন সাধারণ মানুষ। গরিব মানুষের দুমুঠো অন্ন জোটাতে হিমশিম খেতে হচ্ছে। সেজন্যই এ বছর দুর্গা পুজোয় নামমাত্র খরচ করা হবে। পূজোর বাজেটের অর্থ তুলে দেওয়া হবে গরীব মানুষের খাদ্য সামগ্রী বিতরণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট