ঘুমের মধ্যেই চলে গেলেন নির্দেশক ও অভিনেত্রী ঊষা গাঙ্গুলী


বৃহস্পতিবার,২৩/০৪/২০২০
1033

ঘুমের মধ্যেই চলে গেলেন নির্দেশক ও অভিনেত্রী ঊষা গাঙ্গুলী । বুধবার রাতে দু’বার বমি হয় । ডাক্তারকে ফোন করে ওষুধ খেয়ে শুয়ে পড়েন । বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিলো । কিন্তু ঘুমের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক । চিকিৎসার সুযোগ মেলে নি । ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন ঊষা গাঙ্গুলী । ওনার একমাত্র ছেলে এখন দিল্লিতে ।

১৯৪৫ সালের ২০শে আগষ্ট রাজস্থানের যোধপুর জন্ম। বাবা নাগেশ্বরপ্রসাদ পান্ডে।স্বামী কমলেন্দু গাঙ্গুলী। মরুথাপ্পা পিল্লাই, মঞ্জুলিকা রায়চৌধুরী ও নদিয়া সিংহের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়ে বহু সর্বভারতীয় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তিনি।১৯৭০ সালে যোগ দেন সংগীত কলামন্দির নাট্যদলে । মৃচ্ছকটিক নাটকে বসন্তসেনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ওই সংস্থার প্রযোজনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন , আষাঢ় কা এক দিন,কিসি এক ফুল কা নাম লো,এক অউর দ্রোণাচার্জ নাটকে । ১৯৭২ সালে কলকাতার চলে আসেন । নিয়মিত অভিনয় আদাকার, পদাতিক,যবনিকার মতো নাট্যদলে ।১৯৭৬সালে নিজেই তৈরি করেন রঙ্গকর্মী ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট