ঘরে ফিরতে ওড়িশা থেকে মুর্শিদাবাদের পথে পরিযায়ী শ্রমিকের দল


বুধবার,২২/০৪/২০২০
1100

অবশেষে কল্যাণীতে এসে পৌঁছলেন ওঁরা। ইতিমধ্যে হাঁটা হয়ে গিয়েছে কয়েকশো কিলোমিটার পথ। টানা ১২ দিন ধরে হেঁটে চলেছেন। দলে আছেন ১১ জন। কেউ যাবেন মুর্শিদাবাদ আবার কেউ বীরভূম। ওড়িশার ভুবনেশ্বরে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। হঠাৎই লকডাউন ঘোষণা হয়। ঘরে ফেরার কোনো সুযোগই পাননি তাঁরা। এদিকে ফুরিয়ে আসে খাবার, পারিশ্রমিক না দিয়ে বেপপাত্তা হয়ে যান ঠিকাদারও। চোখে নেমে আসে অন্ধকার। দুবেলা খাবে কি তারা? অগত্যা সিদ্ধান্ত নেন হেঁটেই ঘরে ফিরবেন। সেই শুরু পথ চলা। অবশেষে তারা পৌছলেন নদীয়ার কল্যাণীতে।

আরও কয়েকদিন হাঁটতে হবে ঘরে ফিরতে। শরীরে ক্লান্তি এলেও মনের ইচ্ছায় ভর করে হেঁটেই চলেছেন। তাঁদের কথায় ফিরতে তো পারব অন্তত ঘরে। পরিজনদেরতো পাশে পাব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট