প্লাকার্ড হাতে বাড়ি থেকেই খাদ্যের দাবি জানালো এসএফআইয়ের নেতাকর্মীরা


বুধবার,২২/০৪/২০২০
1211

করোনা পরিস্থিতিতে মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল সিপিএমের ছাত্রসংগঠন এস এফ আই। রাস্তায় নেমে নয়, ঘরে থেকেই এই প্রতিবাদে সামিল হন এসএফআইয়ের শীর্ষনেতারা।

হাতে প্ল্যাকার্ড, আর সেই প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষের জন্য খাদ্যের দাবি জানানো হয়েছে। কোন প্ল্যাকার্ডে আবার দাবি জানানো হয়েছে ভাষণ নয় রেশন চাই। এস এফ আই’এর আহ্বানে এদিন সকালে সারা দেশে কয়েক লক্ষ ছাত্র নিজের ঘর বা এলাকা থেকেই এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল হন।

দাবি গুলির মধ্যে ছিল, লকডাউন পরিস্থিতিতে নিশ্চিত করতে হবে মানুষের খাদ্যের যোগান। এসএফআই নেতৃত্ব ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য্যে, ঐশী ঘোষরা যোগ দিয়েছিলেন কর্মসূচিতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট