বেহালা পশ্চিমে এই প্রথম সরশুনা বাজারে ঢোকার মুখে বসানো হলো “সানি টাইজিং টানেল”


বুধবার,২২/০৪/২০২০
986

বেহালা পশ্চিমে এই প্রথম সরশুনা বাজারে ঢোকার মুখে সানি টাইজিং টানেল বসানো হলো। উদ্বোধন করলেন বেহালা পশ্চিম এর বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান এ রকম আরও চারটি বড় বাজারের প্রবেশ পথে এ ধরনের সানি টাইজিং টানেল বসানো হবে। করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন। এ ধরনের বাজারগুলিতে যেহেতু বেশি সংখ্যক মানুষ আসা-যাওয়া করেন, তাই তাদের সুরক্ষার জন্য এই ধরনের সানি টাইজিং টানেল বসানো হোলো। রাজ্যে করোনা অনুসন্ধানে কেন্দ্রীয় দল আসার সম্পর্কে বলেন যেখানে অন্য রাজ্যে থাকা শ্রমিকরা- ছাত্র-ছাত্রীরা রাজ্যে ফিরতে পারছেন না অথচ কেন্দ্রীয় দল কিভাবে এলেন, তাদের কি কোয়ারেন্টাইন এ রাখা হয়েছিল, এটা সাধারণ মানুষের প্রশ্ন।

আর তারা যদি ঘুরে দেখতে চান তাহলে মুখ্যমন্ত্রী তো আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন না, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন কিছু করাটাকে মানুষ ভালো চোখে দেখছেন না। এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে লকডাউন পরিস্থিতিতে কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ছাত্র ছাত্রীদের বেতন জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। উত্তরে তিনি বলেন এ ধরণের ঘটনা ঘটলে, সরকারি নির্দেশিকা কে অমান্য করলে সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। এমনকি ওই স্কুলের এনওসি বাতিল করা হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট