মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজাবাজার সহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। খতিয়ে দেখেন সেই সব এলাকার লকডাউন এর ছবিটা। লকডাউন যাতে সাধারণ মানুষ মেনে চলেন সেই আবেদন রাখেন তিনি। করোনা ভাইরাস প্রতিরোধ করতে লকডাউন এর বিকল্প কোন রাস্তা নেই। প্রত্যেকটা মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকারের এই নির্দেশ মেনে চলুন সেই বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিভিন্ন এলাকা ঘুরে সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে বলেন পরিস্থিতি টা বড্ড কঠিন।
এই কঠিন পরিস্থিতিটা মানুষকে মেনে নিতেই হবে।সাধারণ মানুষের তিনি বার্তা পৌঁছে দিলেন দূরত্ব বজায় রাখবেন ও ভয় পাবার কোন কারন নেই আতঙ্কিত হবেন না। উল্লেখ্য রাজ্যের বেশ কয়েকটি এলাকায় লকডাউন ঠিকঠাকভাবে মানা হচ্ছে না এই অভিযোগ কেন্দ্রের তরফ থেকে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সেই মর্মে চিঠি দিয়েছে নবান্ন কে। সেই প্রেক্ষিতে এমনিতেই রাজনৈতিক চাপানউতোর চলছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যে রাজ্য পৌঁছেছে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বারে বারে পথে নামছে পরিস্থিতি দেখতে।