পেনশনের টাকায় গরীবের জন্য ত্রাণ প্রাক্তন শিক্ষিকার


সোমবার,২০/০৪/২০২০
952

লকডাউনের বাজারে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা খুবই করুন। কাজ হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে তাদের। নিজের পেনশনের টাকা থেকে খাদ্য সামগ্রী কিনে এসব গরীব মানুষদের পাশে দাঁড়ালেন প্রাক্তন শিক্ষিকা শুক্লা বিশ্বাস। অসুস্থ শরীর নিয়েই রাউতাড়ি গার্লস হাই স্কুলের এই প্রাক্তন শিক্ষিকা সোমবার সকালে নিজের হাতে গরীব মানুষের হাতে তুলে দিলেন চাল, আলু, পেঁয়াজ, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী। নিত্য প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে কিছুটা সুরাহা মিলবে বলে জানান বাসিন্দারা। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় কোনরকমে এক বেলা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে বলে জানালেন তারা।
শুক্লা বিশ্বাস বলেন, মানুষের এই খারাপ অবস্থা দেখে মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। তারপরই সিদ্ধান্ত নিলাম পেনশনের টাকা থেকেই এই মানুষগুলোর জন্য কিছু করব।

১০ বছর আগে অবসর নিয়েছেন তিনি। সময় সুযোগ পেলেই ছুটে যান মানুষের পাশে। সামাজিক কাজের পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। করোনার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের তিনিও একজন সৈনিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট