করোনা ভাইরাস নিয়ে সচেতনতার এক অভিনব নিদর্শন। মাথা মুন্ডন করে লিখলেন “স্টে হোম, সেভ লাইফ’স”। অর্থাৎ নিজেকে ঘরের মধ্যে রেখেই মোকাবিলা করতে হবে ভয়াবহ এই করোনা ভাইরাসকে। আর তা করতে পারলেই গড়ে উঠবে সুন্দর জীবন। নদিয়া চাকদায় করোনা ভলেন্টিয়ার্স এর সদস্যরা লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নানাভাবে মানুষের মধ্যে প্রচার চালাচ্ছেন। খুব প্রয়োজন ছাড়া মানুষ যাতে ঘরের বাইরে না বেরোন সেই প্রচার করছেন। মাস্ক ছাড়া কোন মতেই রাস্তায় নয়, মানতে হবে সরকারি নির্দেশ – জনে জনে বোঝাচ্ছেন তাঁরা। কিন্তু, এত কিছুর পরও কিছু মানুষ সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে নিজের এবং অন্যের বিপদ ডেকে আনছেন। এবার সেই সব মানুষকে সচেতন করতে মাথা মুন্ডন করে প্রচারে নামল স্বেচ্ছায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেওয়া এই যুবকরা।
মাথা মুন্ডন করে “স্টে হোম, সেভ লাইফ’স”
সোমবার,২০/০৪/২০২০
1052