লকডাউনে মানুষ ঘরবন্দী। করোনা ভাইরাসকে প্রতিহত করতে মানুষকে ঘরেই থাকতে হবে। বজায় রাখতে হবে সোশ্যাল ডিসটেন্সিং। যার ফলে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বাঙালি তাদের প্রিয় নববর্ষকেউ এবার পালন করতে পারেনি। এই কঠিন সন্ধিক্ষণে বাড়িতে থেকেই বৈশাখকে বরণ করল সৃষ্টি ডান্স একাডেমি। সংস্থার ২০ বছর পূর্তিতে নিজের নিজের বাড়িতেই নৃত্য পরিবেশন করলেন এখানকার ছাত্রীরা। আর সেই নৃত্যের মধ্য দিয়ে উঠে এল বৈশাখের নানারূপ।
সংস্থার কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলী বলেন, এ যেন চেনা বৈশাখ ফিরে এলো অচেনা রূপে। আবার কেউ যে দূরে নেই, সকলেই যে মনের কাছাকাছি, তাও আন্দোলিত হলো এই অভিনব পন্থায় বৈশাখ বরণ অনুষ্ঠানে।