মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সকলের জন্য রেশন দাবি করল কংগ্রেস


শুক্রবার,১৭/০৪/২০২০
873

আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে নিম্নলিখিত আবেদন করেন:
১) পরিবার পিছু ৫ কিলো চাল/আটা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহে দেওয়া হোক।
২) পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছে।কাজ হারিয়েছে। তাদের অসহায় পরিবারকে চিহ্নিত করে ত্রাণ ও সাহায্য দেওয়া হোক।
৩) যাদের রেশন কার্ড নেই তাদেরকেও সমান পরিমাণে রেশন দেওয়া হোক। সুষ্ঠুভাবে বিকল্প কুপন বা কার্ড বিতরণ করা হোক।
৪)এখন ও ভবিষ্যতে করোনার লক ডাউনের কারণে আর্থিক পরিস্থিতি খারাপ হবে। ফলে সামাজিক সংকট ঘণীভূত হবে। নানা সামাজিক গোলযোগ দেখা দিতে পারে। দল মত নির্বিশেষে আমাদের এর মোকাবিলা করতে হবে। তাই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে জেলা থেকে ব্লক স্তর অবধি কমিটি বানানো হোক যারা দায়িত্বের সঙ্গে আগামী দিনে এই পরিস্থিতির মোকাবিলা করবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট