ক্ষুধার্ত শিশুর কান্না, সাহায্যে এগিয়ে এল প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন


বৃহস্পতিবার,১৬/০৪/২০২০
921

কোথায় হারিয়ে গেছে শিশুদের সেই প্রাণচঞ্চল হাসি। করোনা কেড়ে নিয়েছে শৈশব। ক্ষুধার্ত মুখগুলো চাইছে এক মুঠো খাবার। করোনার জেরে কাজে যেতে পারছেন না নদীয়ার শিমুরালির তাঁতিগাছির আদিবাসী পাড়ার বাসিন্দারা। দিন আনা দিন খাওয়া এইসব পরিবারের মানুষগুলোর একপ্রকার না খেয়েই দিনযাপন করতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে এখানকার কয়েকশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এখানকার বাসিন্দারা জানান না খেতে পেয়ে একপ্রকার দিন কাটাতে হচ্ছে তাদের।

সংস্থার পক্ষে নবজিত বিশ্বাস, বিমল পালরা বলেন লকডাউন চলায় এখানকার বাসিন্দারা কাজে যেতে পারছেন না। ছোট ছোট বাচ্চা নিয়ে চরম দুরবস্থার সম্মুখীন হয়েছেন।

লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই সংস্থার পক্ষ থেকে গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর মতন ব্যাক্তিরা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তাঁদের সাহায্য নিয়ে প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন দুঃস্থ দরিদ্র এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট