সরকারি নির্দেশিকা মাস্ক পড়ে বেরোতে হবে বাডির বাইরে,মাস্ক ,গামছা বা ওড়না লাগাও তারপর দরকারি কাজে যান আনুরোধ ঝাড়গ্রাম জেলা পুলিশের


সোমবার,১৩/০৪/২০২০
655

ঝাড়গ্রাম :– দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ ও উড়িশ্যার পর এবার মাস্ক পরা বাধ্যতামূলক করলো ভারতের পশ্চিমবঙ্গ সরকার।করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিংহ একটি নির্দেশিকা জারি করেছেন।কেউ বাইরে বের হলে যে কোনো ধরনের মাস্ক থাকা আবশ্যক। সেই মাস্ক হতে পারে দোপাট্টা বা গামছা এমনকি যে কোনো কাপড়ের টুকরো বা রুমালও, যা নাকমুখ ঢেকে রাখার জন্য যথেষ্ট।

ঝাড়গ্রাম জেলায় শহরবাসীকে দাঁড় করিয়ে মুখে মাস্ক ,গামছা বা উড়না লাগানো পরেই পুলিশ ছাড়ছে বাইরে বের হওয়া সমস্ত মানুষজনকে। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম থানার পুলিশ সোমবার সকালে দরকারি কাজে রাস্তায় বের হওয়া সমস্ত মানুষকে সে মহিলা হোক বা পুরুষ সকলে দাঁড় করিয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী মাস্ক পরিয়ে তবেই ছাড়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে বিনা মাস্কে আর দরকারি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না লকডাউন সময়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট