থালা বাজিয়ে খাদ্য, মজুরি, ভাতার দাবি


সোমবার,১৩/০৪/২০২০
768

করোনার বিরুদ্ধে লড়াই করছেন সেই সব মানুষদের স্যালুট জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থালা বাজানোর ঘোষনা করেছিলেন। আবার এই করোনা যুদ্ধে মানুষের মধ্যে সংহতি বাড়াতে প্রদীপ জ্বালানোর ঘোষণাও করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর কথা মত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা পালন করেন। এবার সেই থালা বাজিয়েই ক্ষুধার বিরুদ্ধে খাদ্যের দাবিতে মজুরি ও ভাতার আওয়াজ তুলল একদল মানুষ। সি পি আই (এম এল) লিবারেশনের ব্যানারে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় থালা বাজিয়ে। তিন সপ্তাহ ধরে সম্পূর্ণ লকডাউনে দেশ।

অভিযোগ, বেঁচে থাকার জন্য যারা দিন মজুরি করেন লকডাউনে তাদের উপার্জনও সম্পূর্ন বন্ধ হয়ে গেছে। সঞ্চয় যা ছিল তা শেষ। মানুষের ন্যূনতম চাহিদা মেটাচ্ছে না সরকার। এর প্রতিবাদ জানাতেই মানুষ থালা বাজিয়ে সরব হন। সি পি আই (এম এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, ক্ষুধার্ত ভারত কোভিড-১৯ মোকাবিলা করবে কীভাবে? বুভুক্ষু মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পরই করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালি হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট