পয়লা বৈশাখের সকালে ফের জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লকডাউনের ২১ দিন পূরন হচ্ছে। তার মধ্যেই করোনার প্রভাব গোটা দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রের তরফে বারবার বলা হয়েছে দেশে করোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমন হয়নি। যদিও লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি অসুবিধেয় পড়েছে অসংগঠিত শ্রমিকরা। কাজ হারিয়ে দুবেলা ভাতের চিন্তায় চিন্তিত দেশের বৃহত্তর অংশের মানুষ।এরমধ্যেই বাঙালির নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ পয়লা বৈশাখের দিনে সকাল ১০ চায় টিভির পর্দায় চোখ রাখবেন। একটাই আশা নিয়ে, নরেন্দ্র মোদী এমন কিছু ঘোষণা করুক যাতে বৈশাখের প্রথম সকালে মনটা খুশিতে ভরে যায়।
ফের মোদির ভাষণ নববর্ষের সকালে
সোমবার,১৩/০৪/২০২০
1102