করোনা পরীক্ষার রিপোর্টে স্বচ্ছতার দাবি সূর্যকান্ত মিশ্রের


রবিবার,১২/০৪/২০২০
734

আরও বেশি করে করোনা টেস্টের দাবি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সঙ্গে করোনা টেস্টের রিপোর্টের স্বচ্ছতার ও দাবি জানালেন তিনি। রবিবার ফেসবুক লাইভে সূর্যকান্ত মিশ্র বলেন যত বেশি করে মানুষের করোনা টেস্ট করা সম্ভব হবে ততো দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা সহজ হবে। রাজ্য সরকারকে করোনা টেস্ট বেশি করে করার লক্ষ্যে এগোতে হবে বলে পরামর্শ দেন তিনি। সূর্য মিশ্র এদিনের ফেসবুক লাইভে আরও বলেন করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে বা যারা আক্রান্ত হচ্ছেন তারা কোন এলাকার তাও জানিয়ে দেওয়া দরকার।

সাধারণ মানুষ জানতে পারলে আরো বেশি করে সাবধান হতে পারবেন। করোনায় আক্রান্ত হয়ে যে মৃত্যুর সংখ্যা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তা নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন সিপিএমের রাজ্য সম্পাদক। সূর্যকান্ত মিশ্র বলেন বেসরকারি হিসাবে যে সংখ্যা দেখানো হচ্ছে রাজ্য সরকার হিসাবে তার থেকে অনেক কম। এ বিষয়ে স্বচ্ছতার দাবি জানান তিনি। করোনার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কর্মসংস্থান হারিয়ে চরম দারিদ্রতার মধ্যে তাদের দিন কাটছে। এইসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি। তার মতে শুধু ঘোষণা করলে কিংবা বিজ্ঞাপন দিলে হবে না মানুষ যাতে প্রকৃত খাদ্যসামগ্রী পান তার নিশ্চিত করতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট