আহ্বান
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল
শোনো হে পথিক-
ধর্ম,ভাষা,জাতি নয়
তোমার পরিচয়।
তুমি নয় কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব ?
আকাশের দিকে চেয়ে দেখো একবার
মাথার উপর একটি মাত্র ছাদ।
জাতি ধর্মে কি ভিন্ন ?
দেখো একই সূর্য ,চন্দ্রের আলোর নীচে
করি বসবাস।
চলো ভাতৃত্বের হাত বাড়িয়ে
বাসযোগ্য করি ধরনিকে
করোনার প্রকোপ হতে।
তবে মনে গেঁথে রেখো যেন
দিনের শেষে ফিরবো যে মোরা
একই তরীতে।