জনধন একাউন্টে মহিলাদের ৫০০ করে টাকা তুলতে ব্যাংকের সামনে লম্বা লাইন


রবিবার,১২/০৪/২০২০
1240

হাওড়া,আমতা: করোনা সংক্রমণ ঠেকাতে দেশে জারি করা হয়েছে লকডাউন। যার জেরে গোটা দেশ স্তব্ধ হয়ে রয়েছে। যার ফলে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি এখন শোচনীয় অবস্থা। তার মাঝেও তাদের বেঁচে থাকার লড়াই চলছে।দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কথা ভেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেন জনধন একাউন্টে মহিলাদের ৫০০ করে টাকা দেওয়া হবে তিন মাস।সেই অনুযায়ী জনধন প্রকল্পের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। সেই টাকা তুলতে আমতা এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সামনে উপচে পড়েছে গ্রাহকদের ভিড়। অভিযোগ উঠেছে, করোনা সম্পর্কিত কোনও সতর্কবার্তাই মানেন নি উপভোক্তাদের একটা বড় অংশ।জানা এই প্রকল্পের গ্রাহকেরা এটিএম কার্ড ব্যবহার করেন না, তাই প্রত্যেকেই টাকা তোলার জন্য ব্যাঙ্ক খোলার আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন।আমতা-১ ও ২ নং ব্লকের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে গিয়ে দেখা গেল, সব বয়সের মহিলাদের লম্বা লাইন।

টাকা তোলার জন্য সকাল সাতটা,কেউ সকাল ছ’টা থেকে কেউ আবার ভোর পাঁচটা থেকে লাইন দিয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে দাঁড়িয়েছে।ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। কিন্তু পুলিশের অনুরোধও মানতে চাননি গ্রাহকেরা। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যাঙ্কের কর্মীরাও।আমতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার বলেন, ভিড় সামলানো যাচ্ছে না। অধিকাংশ গ্রাহকদের মুখে মাস্ক নেই। দূরে দাঁড়াতে বললেও শুনছেন না।এই অবস্থায় কিছু কিছু শাখায় নির্দিষ্ট টাকা দেওয়ার কথা বলা হলে গ্রাহকরা তা মানতে চাননি। তাদের দাবি প্রত্যেক জনকেই দেওয়া হোক।একটি ব্যাঙ্ক ম্যানেজার জানান দুপুর দু’টো পর্যন্ত যতগুলো সম্ভব দেওয়া হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট