রক্তসংকট দূর করতে হাসপাতালে এসে রক্ত দিলেন গ্রামীণ চিকিৎসক সংগঠনের সদস্যরা

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখার আবেদন করা হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। স্বাভাবিক কারনেই এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত রক্তদান শিবির একপ্রকার বন্ধ। একমাত্র পুলিশের তত্ত্বাবধানে বেশকিছু রক্তদান শিবির চালু আছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে সরাসরি রক্ত দানের পরিষেবা চালু আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত রক্তদান শিবির থেকে যে পরিমাণ রক্ত সংগ্রহ হয় সে হিসেবে তা নগণ্য বলেই মত বিশেষজ্ঞ মহলের। স্বাভাবিকভাবেই রক্তের আকাল সর্বত্রই। এরকম এক সন্ধিক্ষণে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে এলেন গ্রামীণ চিকিৎসক সংগঠনের সদস্যরা। নদীয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে আইডিয়াল রুরাল হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশনের সদস্যরা এসে রক্তদান করেন। আগামী এক সপ্তাহ ধরে এই সংগঠনের সদস্যরা এসে রক্তদান করবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন সংগঠনের সভাপতি নীশিথরঞ্জন বিশ্বাস এবং মুখপাত্র শ্রীলাল রাম।

গ্রামীণ চিকিৎসক সংগঠনের এই মানবিক কাজের ভূয়শী প্রশংসা করেছেন হাসপাতাল সুপার শ্যামল পোড়ে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখার জন্য রক্তদানের কোন ক্যাম্প করা যাচ্ছে না।

গ্রামীণ চিকিৎসক সংগঠনের সদস্যরা বলেন করোনাকে আমরা হারাবোই। সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেন, গ্রামীণ চিকিৎসায় যে ভাবে তারা নিয়োজিত রয়েছেন তার প্রতি সরকার যেন দৃষ্টিপাত করেন। এই করোনা পরিস্থিতিতে চিকিৎসার সামগ্রী দেওয়ার আবেদনও করেন তারা।

admin

Share
Published by
admin

Recent Posts

আন্দোলনের নামে পুড়ে ছাই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “জলের গান”

'বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি/ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক…

1 month ago

বাংলাদেশ : মাথায় রাখতে হবে ঘুমন্ত সব রা*ক্ষস এখন জেগে উঠবে

মুহাম্মদ হোসাইন: একটা বিষয় পরিষ্কার বলে দেই। পাবলিক ভার্সিটির কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ জনগনের…

1 month ago

ছেলের হাতে খুন “মা”, ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ…

1 month ago

AIIFA টেকসই স্টিল উৎপাদক সমিতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করলো

কলকাতা: এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি, যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর, আজ কলকাতার দ্য…

1 month ago

মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের।…

2 months ago

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা

শুধু শহীদ স্মরণ নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। একুশে জুলাই…

2 months ago